ইংরেজি " The " একটি Article। কোন ব্যক্তি, বস্তু ও শ্রেনী বা জাতির পুর্বে The ব্যবহৃত হয়। সাধারণত noun এর আগেই The ব্যবহৃত হয়, তবে মাঝে মাঝে Adjective এর আগেও The ব্যবহৃত হয়। এখন আসি মূল প্রশ্নে। যখন কোন word/noun/(adjective-জাতী বুঝাতে) Vowel (a, e, I, o, u) দ্বারা শুরু হয় তখন The ব্যবহৃত হলে এর উচ্চারণ "দি" হয়। যেমন: The ant, The apple ইত্যাদি। আবার যখন noun ও জাতী বুঝাতে adjective word টি Consonant দিয়ে শুরু হয় তখন The ব্যবহৃত হলে " দ্যা " উচ্চারণ হবে। যেমন: The mango, The boy, The poor। Consonant হচ্ছে, ইংরেজি ২৬ টি letter এর Vowel ছাড়া বাকি letter গুলো। তবে The এর উচ্চারণ আরো কিছু বিষয়ের উপর নির্ভর করে। যেমন: কোন word/শব্দ Consonant দিয়ে শুরু হলেও যদি এর উচ্চারণ Vowel দিয়ে শুরু হয় তাহলে The এর উচ্চারণ দি হবে। যেমন: The (দি) hour. The MLA. The MA. আবার, শব্দের শুরুতে Vowel থাকা সত্ত্বেও তার উচ্চারণ ইউ বা ওয়া হলে The এর উচ্চারণ দ্যা হবে। যেমন: The (দ্যা) union. The European. The university. আবার, যখন কাউকে বা কিছুকে জোর দিয়ে নির্দিষ্ট করে ব...
I did not know them, Thank you for the post
ReplyDeleteWelcome
Delete