#গুরুত্বপূর্ণ_সাধারণ_জ্ঞা
#বাংলাদেশ বিষয়বলি
✬প্রশ্ন: কোন এলাকার ভৌগোলিক নাম?
উত্তর: পটুয়াখালী।
✬প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি?
উত্তর: চলন বিল।
✬প্রশ্ন: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উত্তর: পঞ্চম তফসিলে।
✬প্রশ্ন: আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?
উত্তর: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।
✬প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী?
উত্তর: সম্মিলিত প্রয়াস।
✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি? উত্তর: নাজমুন আরা সুলতানা।
✬প্রশ্ন: সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে? উত্তর: বেগম রাজিয়া বানু।
✬প্রশ্ন: পদ্মা সেতু কোন দু’টি জেলাকে সংযুক্ত করেছে? উত্তর: মুন্সীগঞ্জ ও শরীয়তপুর।
✬প্রশ্ন: বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত? উত্তর: মৌলভীবাজার।
✬প্রশ্ন: রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? উত্তর: জাতীয় সংসদের স্পিকার।
✬প্রশ্ন: বঙ্গবন্ধু জেলে ছিলেন মোট কত দিন?
উত্তর: ৪৬৮২ দিন।
✬প্রশ্ন: বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর: রাজারবাগ, ঢাকা।
✬প্রশ্ন: বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?
উত্তর: ১৯৭৪ সালে।
✬প্রশ্ন: মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়? উত্তর: রেসকোর্স ময়দানে।
✬প্রশ্ন: আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? উত্তর: পার্বত্য রাঙামাটি।
✬প্রশ্ন: বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে?
উত্তর: ফেনী।
✬প্রশ্ন: বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় হয়েছে? উত্তর: বগুড়ায়।
✬প্রশ্ন: রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়? উত্তর: কক্সবাজার জেলায়।
✬প্রশ্ন: আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম? উত্তর: ৯০ তম।
✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে?
উত্তর: জান্নাতুল ফেরদৌস।
✬প্রশ্ন: কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে? উত্তর: ১৯৯৭ সালে।
✬প্রশ্ন: ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে? উত্তর: গোবিন্দ হালদার।
✬প্রশ্ন: বাংলা একাডেমী থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী? উত্তর: উত্তরাধিকার।
✬প্রশ্ন: বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি?
উত্তর: কুতুবদিয়া।
✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম নিরক্ষরতামুক্ত গ্রাম কোনটি? উত্তর: কচুবাড়ির কৃষ্টপুর, ঠাকুরগাঁও।
✬প্রশ্ন: ‘রূপসী বাংলাদেশ’ কোন এলাকাকে ঘোষণা দেয়া হয়েছে?
উত্তর: সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে।
✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? উত্তর: শিব নারায়ণ দাস।
✬প্রশ্ন: মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেয়া হয় কয়টি? উত্তর: ৪টি।
✬প্রশ্ন: বাংলা মুদ্রাক্ষরের জনক কে?
উত্তর: চার্লস উইলকিনস।
✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে?
উত্তর: ৪ মার্চ, ১৯৭২ সালে।
✬প্রশ্ন: ‘জীবন তরী’ কী?
উত্তর: একটি ভাসমান হাসপাতাল।
✬প্রশ্ন: বাংলাদেশ বিমানের প্রতীক কী?
উত্তর: উড়ন্ত বলাকা।
✬প্রশ্ন: ‘নজরুল মঞ্চ’ কোথায় অবস্থিত?
উত্তর: বাংলা একাডেমী প্রাঙ্গণে।
✬প্রশ্ন: বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন।
✬প্রশ্ন: মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: নওয়াব আবদুল লতিফ।
#আন্তোরজাতিক বিষয়বলি
✬নিশীথ সূর্যের দেশ হলো — নরওয়ে।
✬সুর্যদয়ের দেশ বলা হয় – জাপান-কে।
✬পৃথিবীর দীর্ঘতম নদী – নীলনদ।
✬বিশ্বের প্রশস্ততম নদী – আমাজান।
✬সুমাত্রা দ্বীপ অবস্থিত – ভারত মহাসাগরে।
✬সেন্ট হেলেনা দ্বীপ অবস্থিত – দক্ষিণ আটলান্টিক মহাসাগরে।
✬সলোমন দ্বীপপুঞ্জ অবস্থিত – প্রশান্ত মহাসাগরে।
✬হোক্কাইডো দ্বীপ অবস্থিত – জাপানে।
✬জাফনা দ্বীপ অবস্থিত – শ্রীলঙ্কা।
✬পৃথিবীর ছাদ হলো — পামির মালভূমি।
✬এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয় – ১৯৫৩ সালে।
✬বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয় – ১৯৬৯ সালে।
✬সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে – ক্যালডীওরা।
✬পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রনয়ণ হয় – ব্যাবিলনে।
✬গনতন্ত্রের সূতিকাগার হলো – গ্রীক।
✬ইতিহাসের জনক বা পিতা – হেরোডোটাস।
✬এশিয়া মহাদেশের আয়তন ইউরোপের – সাড়ে চারগূন।
✬ প্রাচীন কালে পারস্য নামে পরিচিত ছিল – ইরান।
✬”আরব বসন্ত” বলতে বুঝায় – আরবের বিভিন্ন দেশে গনজাগরণ।
✬ BRICS-এর সদস্যগুলো হলো — ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।
✬দুটি মহাদেশের অন্তর্ভুক্ত দেশ – তুরস্ক।
✬মাদার তেরেসা জন্মগ্রহণ করেন – মেসিডোনিয়া।
✬ভারতের অঙ্গ রাজ্য রয়েছে – ২৮ টি।
✬চীনের দ্বৈত অর্থনীতির কারন – হংকং এর অর্থনীতি সচল রাখা।
✬ফকল্যান্ড যুদ্ধ হয় – ১৯৮২ সালে।
✬”কর্নারস্টোন অব্ পিস” স্মৃতিসৌধটি অবস্থিত – ওকিনাওয়া, জাপান।
✬নেপালের সর্বশেষ রাজা ছিলেন – জ্ঞানেন্দ্র।
✬হিসাববিজ্ঞানের জনক – লুকা প্যাসিওলি।
✬মালদ্বীপের দাপ্তরিক ভাষা – ধিবেহি।
সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর –আন্তর্জাতিক বিষয়াবলীর গুরুত্বপূর্ণ MCQ
✬আরব স্পেনকে অভিহিত করত – আইবেরীয় উপদ্বীপ নামে।
✬গ্রিনল্যান্ডের এর মালিকানা – ডেনমার্কের।
✬সংসদীয় গণতন্ত্রের উৎপত্তি যে দেশে – ইংল্যান্ড।
✬‘সাত পাহাড়ের দেশ’ দেশ বলা হয় – রোমকে।
✬দক্ষিণের রানি বলা হয় – সিডনি শহরকে ।
✬ইউরোপের রেনেসাঁ শুরু হয় – চতুর্দশ শতাব্দীতে।
✬আরব-ইসরায়েল যুদ্ধ হয় – ১৯৪৮ সালে।
✬হিটলারের রাজনৈতিক দলের নাম – Nazi party.
✬দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট – ডি ক্লার্ক।
✬পৃথিবী – সৌরজগৎ এর একটি গ্রহ।
✬পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে – ৩৬৫দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।
✬টুইটারের যাত্রা শুরু হয় — ২০০৬ সালে।
✬WWW-এর জনক – টিম বার্নাস লি ।
✬সার্চ ইঞ্জিনের জনক – অ্যালান এমটাজ।
✬ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন – ডট কম।।
Comments
Post a Comment