পৃথিবীর সর্বমোট দিক হলো ১০টি।
- যাদের মধ্যে প্রধান দিক হলো ৪টি। যথা-
i) পূর্ব (East),
ii) পশ্চিম (West),
iii) উত্তর (North),
iv) দক্ষিণ (South),
- এই ৪টি দিকের বাইরেও আমরা আরো ৬টি দিক দেখতে পাই। যেমন-
v) ঈশাণ বা উত্তর-পূর্ব (North-East),
vi) অগ্নি বা দক্ষিণ-পূর্ব (South-East),
vii) নৈঋত বা দক্ষিণ-পশ্চিম (South-West),
viii) বায়ু বা উত্তর-পশ্চিম (North-West),
ix) উর্দ্ধ বা আকাশ (Upward),
x) অধঃ বা পাতাল (Downward)
Good for rising stars
ReplyDelete🥰
Delete