প্রধানমন্ত্রী বা ভিভিআইপি দের সুরক্ষা বাহিনীর হাতে যে সুটকেস টি থাকে তাকে 'ballistic suitcase' বলা হয় ।
যখন ভিভিআইপি কোনো আক্রমণ এর শিকার হয় তখন সুরক্ষা প্রদানকারী বাহিনী সুটকেস টিকে বুলেট প্রুফ বস্তু হিসেবে ব্যাবহার করতে পারে ।
নিচের ছবিটি লক্ষ্য করুন । এটি একটি বলিস্টিক সুটকেস এর ছবি
ছবি: গুগল
সংযোজন:-
মার্কিন প্রেসিডেন্ট এর নিরাপত্তা বাহিনীর হাতে বলিস্টিক সুটকেস এর পাশাপাশি যে সুটকেস টি দেখতে পাই সেটাকে 'nuclear football' বলে ।
নিচের ছবিটি লক্ষ্য করুন এটি একটি 'nuclear football' এর ছবি ।
ছবি: উইকিপিডিয়া
হোয়াইট হাউস সিচুয়েশন রুম বা প্রেসিডেন্সিয়াল ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের মতো স্থির কমান্ড কেন্দ্রগুলি থেকে দূরে থাকাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পারমাণবিক হামলার অনুমোদন দেওয়ার জন্য এই সুটকেস টি ব্যবহার করবেন।
Comments
Post a Comment