Skip to main content

বাংলাদেশের মধ্যে আয়াতনের বৃহত্তম ১০টি জেলার নাম?

 আয়াতনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি এবং সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জ। বাংলাদেশে ৬৪ টি জেলার মধ্যে সবথেকে বড় ১০টি জেলা গুলো জেনে নেন।

১.রাঙ্গামাটি

২.চট্টগ্রাম 

৩.বান্দরবান 

৪.খুলনা 

৫.ময়মনসিংহ 

৬.নোয়াখালী 

৭.বাগেরহাট 

৮.সাতক্ষীরা 

৯.সুনামগঞ্জ 

১০.সিলেট 


আয়তনে বৃহত্তম দশটি জেলাঃ

১.রাঙ্গামাটিঃ প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি রাঙ্গামাটির আয়তন ৬১১৬ বর্গকিমি।এটি আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ জেলা।জেলাটিতে ১০ টি উপজেলা ও ২ টি পৌরসভা আছেরাঙ্গামাটি দেশের একমাত্র রিকশাবিহীন শহর।দেশের সর্ববৃহৎ হ্রদ কাপ্তাই এই জেলাতেই অবস্থিত,যার আয়তন ৭২৫ বর্গকিমি।বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে এই হ্রদে বাঁধ দিয়েই।জেলাটিতে চাকমা,মুরং,মারমাসহ প্রায় ১৪ টি উপজাতি বাস করে।ভারত ও মিয়ানমার,উভয় দেশের সাথেই সীমান্ত সংযোগ আছে রাঙ্গামাটির।


২.চট্টগ্রামঃ বাংলাদেশের প্রবেশদ্বার ও বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের আয়তন ৫২৮৩ বর্গকিমি।আয়তনে এটি দেশের ২য় সর্ববৃহৎ জেলা।পাহাড়,সমুদ্র,উপত্যকা,বনাঞ্চল,ঝরণা সবকিছুর সমাহার আছে জেলাটিতে,এতোটা প্রাকৃতিক বৈচিত্র্য একসাথে আর কোনো জেলায় দেখা যায়না।

এর উপজেলার সংখ্যা ১৫ টি এবং পৌরসভার সংখ্যাও ১৫ টি,আছে একটি সিটি কর্পোরেশনওচট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জেলা,যা ১৬৬৬ সালে গঠিত হয়।ব্রিটিশরা জেলাটির নাম দেন “চিটাগং”। বাংলাদেশের বৃহত্তম সমুদ্রবন্দরটি এই জেলাতেই অবস্থিত।দেশের বৈদেশিক বানিজ্যের শতকরা ৯০% এ বন্দর দিয়েই হয়।


৩.বান্দরবানঃ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়-পর্বত বেষ্টিত একটি জেলা বান্দরবান। আয়তন ৪৪৭৯ বর্গকিমি,যা আয়তনে দেশের তৃতীয় বৃহত্তম জেলা।উপজেলার সংখ্যা ৭ টি,পৌরসভা আছে ২ টিবাংলাদেশের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা এটি।জেলাটিতে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান।মিয়ানমারের সাথে সরাসরি সীমান্তসংযোগ আছে বান্দরবানের।


৪.খুলনাঃ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজধানী বলা হয় খুলনাকে।জেলাটির আয়তন ৪৩৯৫ বর্গকিমি।আয়তনে এটি দেশের চতুর্থ বৃহত্তম জেলা ও ৩য় বৃহত্তম শহর।সুন্দরবনের কোলঘেঁষা জেলাটি প্রতিষ্ঠিত হয় ১৮৮২ সালে।উপজেলার সংখ্যা ৯ টি,পৌরসভা আছে ২ টি এবং সিটি কর্পোরেশন ১টি।


৫.ময়মনসিংহঃ দেশের মধ্যাঞ্চলে অবস্থিত ময়মনসিংহের আয়তন ৪৩৬৩ বর্গকিমিজেলাটিতে ১৩ টি উপজেলা,৯ টি পৌরসভা ও ১ টি সিটি কর্পোরেশন আছে।গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত জেলাটি ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।গঠিত হওয়ার পর ময়মনসিংহ জেলাই ছিলো তৎকালীন ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ জেলা


৬.নোয়াখালীঃ বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সম্বৃদ্ধ জেলা নোয়াখালী।আয়তন ৪২০৩ বর্গকিমি।১৮২১ সালে এটি প্রতিষ্ঠিত হয়।নোয়াখালীই বাংলাদেশের একমাত্র জেলা যার নিজ নামে কোনো শহর নেই।নোয়াখালীর প্রধান শহর হল মাইজদী।১৯৪৮ সালে এর উপজেলা সদর নদীগর্ভে বিলীন হয়ে গেলে প্রধান শহর মাইজদীতে স্থানান্তর করা হয়।এখন এটিই জেলার প্রধান শহর।জেলাটিতে ৯ টি উপজেলা ও ৮ টি পৌরসভা আছে


৭.বাগেরহাটঃ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সুন্দরবনের কোলঘেঁষা জেলা বাগেরহাট।খুলনা বিভাগের অন্তর্গত জেলাটির আয়তন ৩৯৫৯ বর্গকিমিউপজেলার সংখ্যা ৯ টি ও পৌরসভা আছে ৩টি।মংলা পোর্ট ও রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এই জেলাতেই অবস্থিত।এ অঞ্চলে প্রচুর পরিমাণে নারকেল ও সুপারি গাছ জন্মে। সুন্দরবনের ১৮৩৪ বর্গকিমি এলাকা বাগেরহাটের মধ্যে পড়েছে।


৮.সাতক্ষীরাঃ সাতক্ষীরা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত।আয়তন ৩৮৫৮ বর্গকিমি,এরমধ্যে দক্ষিণাংশের ১৪৪৫.১৮ বর্গকিমি এলাকা সুন্দরবনের অন্তর্ভুক্ত।জেলাটিতে ৭ টি উপজেলা ও ২ টি পৌরসভা আছে।এটি সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি ১৬ ফুট উঁচুতে অবস্থিত। সাতক্ষীরায় ব্যপক আমের চাষ হয় এবং এখানকার আমই সর্বপ্রথম বিদেশে রপ্তানি করা হয়।


৯.সুনামগঞ্জঃ হাওড় এলাকার অন্তর্গত সুনামগঞ্জ দেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত।আয়তন ৩৭৪৭ বর্গকিমিউপজেলার সংখ্যা ১১টি,পৌরসভা ৪ টি।জেলাটিতে অবস্থিত টাঙ্গুয়ার হাওড় সুন্দরবনের পর ইউনেস্কো কর্তৃক দেশের ২য় রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত হয়


১০.সিলেটঃ এটি দেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি জেলা।জৈন্তিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত জেলাটির আয়তন ৩৪৫২ বর্গকিমিউপজেলার সংখ্যা ১৩ টি,পৌরসভা ৪ টি এবং সিটি কর্পোরেশন আছে ১টিসিলেটকে বলা হয় দেশের আধ্যাত্মিক রাজধানী,৩৬০ আউলিয়ার শহর।জেলাটির অনেক অধিবাসীই যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বাস করে,এজন্য সিলেটকে বিশ্বের ২য় লন্ডন ও বলা হয়

Comments

Popular posts from this blog

ইংরেজিতে কখন(The=দি) আর কখন (The=দ্যা) উচ্চারণ করবো?

ইংরেজি " The " একটি Article। কোন ব্যক্তি, বস্তু ও শ্রেনী বা জাতির পুর্বে The ব্যবহৃত হয়। সাধারণত noun এর আগেই The ব্যবহৃত হয়, তবে মাঝে মাঝে Adjective এর আগেও The ব্যবহৃত হয়। এখন আসি মূল প্রশ্নে। যখন কোন word/noun/(adjective-জাতী বুঝাতে) Vowel (a, e, I, o, u) দ্বারা শুরু হয় তখন The ব্যবহৃত হলে এর উচ্চারণ "দি" হয়। যেমন: The ant, The apple ইত্যাদি। আবার যখন noun ও জাতী বুঝাতে adjective word টি Consonant দিয়ে শুরু হয় তখন The ব্যবহৃত হলে " দ্যা " উচ্চারণ হবে। যেমন: The mango, The boy, The poor। Consonant হচ্ছে, ইংরেজি ২৬ টি letter এর Vowel ছাড়া বাকি letter গুলো। তবে The এর উচ্চারণ আরো কিছু বিষয়ের উপর নির্ভর করে। যেমন: কোন word/শব্দ Consonant দিয়ে শুরু হলেও যদি এর উচ্চারণ Vowel দিয়ে শুরু হয় তাহলে The এর উচ্চারণ দি হবে। যেমন: The (দি) hour. The MLA. The MA. আবার, শব্দের শুরুতে Vowel থাকা সত্ত্বেও তার উচ্চারণ ইউ বা ওয়া হলে The এর উচ্চারণ দ্যা হবে। যেমন: The (দ্যা) union. The European. The university. আবার, যখন কাউকে বা কিছুকে জোর দিয়ে নির্দিষ্ট করে ব...

পেটে চর্বি কমানোর উপায়?

 স্বাস্থ্য-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে পেটের মেদ কমানোর সহজ ও ঘরোয়া কিছু উপায় সম্পর্কে জানান হল। গরম পানিতে লেবু সকালে এক কাপ ঘন কফি বা চা মন মেজাজ ভালো করে দেয় ঠিকই। কিন্তু যদি ওজন কমাতে চান তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গরম পানিতে লেবুর রস পান করুন। লেবু ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা হজমে সাহায্য করে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সহায়তা করে। এছাড়াও এটা দ্রুত চর্বি কমাতে সহায়তা করে। গরম পানিতে লেবু খাওয়া বেশি কষ্টকর মনে হলে এতে এক চামচ মধু যোগ করতে পারেন। প্রতিদিন জিরা পানি পান সকালে পানীয় হিসেবে জিরা পানি পান করুন। এটা হজমে সহায়তা করে, পেট ফোলাভাব কমায় ও পেটের মেদ কমাতে সহায়ক ভূমিকা রাখে। প্রোটিন সমৃদ্ধ নাস্তা শরীরে শক্তি যোগাতে প্রোটিন ভূমিকা রাখে। নাস্তায় প্রোটিন খাওয়া পেশি গঠনের পাশাপাশি সারাদিন পেট ভরা অনুভূত হতে সহায়তা করে। ফলে বাড়তি ক্যালরি গ্রহণের ঝুঁকি কমে। প্রোটিন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ও দেহে চর্বি সঞ্চয়কারী ইন্সুলিনের মাত্রা কমায়। শস্য-জাতীয় খাবার শস্য-জাতীয় খাবার আঁশ সমৃদ্...

বাংলাদেশের ১০জন ধনী ব্যাক্তির তালিকা ২০২২

অনলাইনের তথ্য অনুযায়ী বাংলাদেশের  সব থেকে ধনীর তালিকায় রয়েছে  মুসা বিন শমসের। বাংলাদেশের শীর্ষ ১০জন ধনী ব্যাক্তির তালিকা ২০২২ ১.মুসা বিন শমসের ২.তারেক রহমান ৩ সালমান এফ রহমান ৪সজীব ওয়াজের ৫.সৈয়দ আবুল হোসেন ৬.আহমেদ আকবর  সোবহান ৭.গিয়াউদ্দিন আল মামুন ৮.মহিউদ্দিন খান আলমগীর  ৯.রাগীব আলী  ১০.ইকবাল আহমেদ  তথ্যসূএেঃঅনলাইন