Skip to main content

ইংরেজিতে কখন(The=দি) আর কখন (The=দ্যা) উচ্চারণ করবো?

ইংরেজি " The " একটি Article। কোন ব্যক্তি, বস্তু ও শ্রেনী বা জাতির পুর্বে The ব্যবহৃত হয়। সাধারণত noun এর আগেই The ব্যবহৃত হয়, তবে মাঝে মাঝে Adjective এর আগেও The ব্যবহৃত হয়।


এখন আসি মূল প্রশ্নে। যখন কোন word/noun/(adjective-জাতী বুঝাতে) Vowel (a, e, I, o, u) দ্বারা শুরু হয় তখন The ব্যবহৃত হলে এর উচ্চারণ "দি" হয়। যেমন: The ant, The apple ইত্যাদি।


আবার যখন noun ও জাতী বুঝাতে adjective word টি Consonant দিয়ে শুরু হয় তখন The ব্যবহৃত হলে " দ্যা " উচ্চারণ হবে। যেমন: The mango, The boy, The poor। Consonant হচ্ছে, ইংরেজি ২৬ টি letter এর Vowel ছাড়া বাকি letter গুলো।


তবে The এর উচ্চারণ আরো কিছু বিষয়ের উপর নির্ভর করে। যেমন: কোন word/শব্দ Consonant দিয়ে শুরু হলেও যদি এর উচ্চারণ Vowel দিয়ে শুরু হয় তাহলে The এর উচ্চারণ দি হবে। যেমন:


The (দি) hour.

The MLA.

The MA.

আবার, শব্দের শুরুতে Vowel থাকা সত্ত্বেও তার উচ্চারণ ইউ বা ওয়া হলে The এর উচ্চারণ দ্যা হবে। যেমন:


The (দ্যা) union.

The European.

The university.

আবার, যখন কাউকে বা কিছুকে জোর দিয়ে নির্দিষ্ট করে বুঝানো হয় তখন The ব্যবহৃত হলে এর উচ্চারণ সর্বদাই দি হবে, সেখানে Vowel বা Consonant দিয়ে শব্দ শুরু হলেও। একে Emphatic the বলে। যেমন:


I spoke to the (দি) queen.

I saw the (দি) spider today.

He is the (দি) Ravindranath Tagore.

ধন্যবাদ


Comments

Post a Comment

Popular posts from this blog

পেটে চর্বি কমানোর উপায়?

 স্বাস্থ্য-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে পেটের মেদ কমানোর সহজ ও ঘরোয়া কিছু উপায় সম্পর্কে জানান হল। গরম পানিতে লেবু সকালে এক কাপ ঘন কফি বা চা মন মেজাজ ভালো করে দেয় ঠিকই। কিন্তু যদি ওজন কমাতে চান তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গরম পানিতে লেবুর রস পান করুন। লেবু ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা হজমে সাহায্য করে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সহায়তা করে। এছাড়াও এটা দ্রুত চর্বি কমাতে সহায়তা করে। গরম পানিতে লেবু খাওয়া বেশি কষ্টকর মনে হলে এতে এক চামচ মধু যোগ করতে পারেন। প্রতিদিন জিরা পানি পান সকালে পানীয় হিসেবে জিরা পানি পান করুন। এটা হজমে সহায়তা করে, পেট ফোলাভাব কমায় ও পেটের মেদ কমাতে সহায়ক ভূমিকা রাখে। প্রোটিন সমৃদ্ধ নাস্তা শরীরে শক্তি যোগাতে প্রোটিন ভূমিকা রাখে। নাস্তায় প্রোটিন খাওয়া পেশি গঠনের পাশাপাশি সারাদিন পেট ভরা অনুভূত হতে সহায়তা করে। ফলে বাড়তি ক্যালরি গ্রহণের ঝুঁকি কমে। প্রোটিন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ও দেহে চর্বি সঞ্চয়কারী ইন্সুলিনের মাত্রা কমায়। শস্য-জাতীয় খাবার শস্য-জাতীয় খাবার আঁশ সমৃদ্...

বাংলাদেশের ১০জন ধনী ব্যাক্তির তালিকা ২০২২

অনলাইনের তথ্য অনুযায়ী বাংলাদেশের  সব থেকে ধনীর তালিকায় রয়েছে  মুসা বিন শমসের। বাংলাদেশের শীর্ষ ১০জন ধনী ব্যাক্তির তালিকা ২০২২ ১.মুসা বিন শমসের ২.তারেক রহমান ৩ সালমান এফ রহমান ৪সজীব ওয়াজের ৫.সৈয়দ আবুল হোসেন ৬.আহমেদ আকবর  সোবহান ৭.গিয়াউদ্দিন আল মামুন ৮.মহিউদ্দিন খান আলমগীর  ৯.রাগীব আলী  ১০.ইকবাল আহমেদ  তথ্যসূএেঃঅনলাইন