বর্তমানে সময়ে ২২ গজের যুদ্ধে ক্রিকেট উন্মাদনার চেয়ে অর্থই যেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। টেস্ট, ওয়ানডে, টি-২০, আইপিএল, বিপিএল কিংবা বিগ ব্যাশ থেকে প্রচুর অর্থ আয় করছে বিশ্বের ক্রিকেটাররা। তবে ক্রিকেট থেকে আয়কৃত অর্থের পরিমাণ বিজ্ঞাপন থেকে আয়কৃত অর্থের তুলনায় কোনো অংশে কম নয়। বর্তমানে বাংলাদেশের ক্রিকেটারদের বেতনভাতা, জীবনযাত্রার মান, কিংবা খেলার ধরনেও বেশ পরিবর্তন এসেছে। এছাড়া জাতীয় দলের খেলোয়াড়দের পারিশ্রমিক এবং ব্যাক্তিগত সম্পদের পরিমাণ ও বৃদ্ধি পেয়েছে। এমন ১০ শীর্ষ বাংলাদেশী ধনী খেলোয়াড়দের নিয়েই আজকের আলোচনা- ১.সাকিব আল হাসান ২০২১ সালে বাংলাদেশের এক নম্বর ধনী ক্রিকেটার হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪০ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় ৩৩৯ কোটি টাকা। ক্রিকেট ছাড়াও বিভিন্ন ব্র্যান্ড, ফ্যাঞ্জাইজি লীগ এবং ব্যক্তিগত ব্যবসা থেকে এই আয় করেন তিনি। ২.তামিম ইকবাল তামিম ইকবাল এই তালিকায় রয়েছেন দুই নম্বরে। ২০২১ সালে পর্যন্ত তার মোট আয় আনুমানিক ৩০ মিলিয়ন ডলার (২৫৪ কোটি টাকা)। জাতীয় টিমের বাইরে বিভিন্ন লীগ এবং বিজ্ঞাপন থেকে আসে এই অর্থ।...